Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জলঢাকা পৌরসভা
ছবি
ডাউনলোড

ইতিহাস আর ঐতিহ্যে গাথা সু-প্রাচীন নীলফামারী জেলার অন্যতম উপজেলা জলঢাকা। জলঢাকার উত্তরে ডিমলা ও ভারতের শিলিগুড়িজেলা, দক্ষিনে বিভাগীয় শহর পূর্বে লালমনির হাট এবং পশ্চিমে জেলা শহর তারও পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা অবস্থিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ন ট্রানজিট এলাকা হিসাবে দীর্ঘ সময় ধরে সুপরিচিত। বর্তমান যুগ নগরায়নের যুগ। জীবিকার প্রয়োজনে ও উন্নত জীবন ব্যবস্থার প্রত্যাশায় ব্যাপক হারে শহর এলাকায় অভিগমনের কারনে দ্রুত গতিতে নগরায়ন ঘঠছে। তারই পথ ধরে ২০০১ সালের জুলাই মাসে জলঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

এখানকার ভূমি প্রায় সমতল। জলঢাকা পৌরসভার পাশ দিয়ে গেছে ঐতিহ্য বাহী ০৩ (তিনটি) নদী। ইতিমধ্যে জলঢাকা পৌরসভার পৌর-ভবন নির্মানের প্রস্তুতি, রাস্তাঘাট নির্মান, আধুনিক সুপার মার্কেট নির্মানের পরিকল্পনাসহ নাগরীক সেবায় কম্পিউটার প্রযুক্তির প্রচলণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। অচিরেই জলঢাকা পৌরসভা প্রথম শ্রেনীতে উন্নীত করনসহ একটি আধুনিক মডেল পৌরসভায় রুপান্তর সম্ভব।